রংপুরের কাউনিয়ায় ট্রেন দুর্ঘটনায় আপেল মাহমুদ (২০) নামে মেডিকেল কলেজের এক ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে।
বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার দিকে কাউনিয়া জংশন স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
নিহত আপেল মাহমুদ গাইবান্ধা কমিউনিটি মেডিকেল কলেজের ছাত্র ছিলেন।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী উত্তরবঙ্গ মেইল ট্রেনটি কাউনিয়া স্টেশনে পৌঁছার পর বিকেল সাড়ে ৪টার দিকে চালক ইঞ্জিন পরিবর্তন করছিলেন। ইঞ্জিন পরিবর্তনের সময় অতিরিক্ত গতির কারণে ট্রেনের ১ ও ২ নং বগির মাঝের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে আপেল মাহমুদ নামে এক শিক্ষার্থী ঘটনাস্থলে নিহত হন। আহত হন অন্তত ৪০ জন যাত্রী। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
পরে খবর পেয়ে রংপুর ও কাউনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কাউনিয়া ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক শামসুজ্জোহা বলেন, ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। গুরুতর আহত ১৫ জনকে কাউনিয়া ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে।
এদিকে কাউনিয়া জংশনের স্টেশন মাস্টার আবদুর রশীদ জানান, জংশনে একটি সেভেন আপ যাত্রী লোকাল ট্রেন আসার পর এটির ইঞ্জিন ঘুরাচ্ছিলেন চালক। এ সময় ওই ইঞ্জিনের ব্রেকফেল হয়ে একটি বগিকে সজোরে ধাক্কা দেয়।
এতে ওই বগিটি আরেকটি বগির ওপর উঠে যায়। এ সময় ওই বগিতে অনেক যাত্রী ছিল। তাদের মধ্যে আপেল মাহমুদ ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া অন্তত ৪০ জন জন আহত হয়েছেন।
আহতদের কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন কাউনিয়া থানার ওসি আজিজুল ইসলাম।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন