কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কটিয়াদী বাসস্ট্যান্ডে স্বপ্ন সারথি নারী উন্নয়ন সমিতি ও কটিয়াদী রক্তদান সমিতির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক তানিয়া সুলতানা হ্যাপি, কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক গিয়াস উদ্দিন, মুন্সী আব্দুল হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, সাংবাদিক সারোয়ার হোসেন শাহিন, সাংবাদিক রফিকুল হায়দার টিটু, হোসেনপুর যুব মহিলা লীগের সভাপতি জেসমিন সুলতানা পুষ্প, কটিয়াদী রক্তদান সমিতির সমন্বয়ক বদরুল আলম নাঈম, ধূলদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি দিদার আকন্দ প্রমুখ।
বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে গণপরিবহনের বেপরোয়া গতি, লক্কর ঝক্কর গাড়ি এবং অদক্ষ চালকের জন্য অহরহ সড়ক দুর্ঘটনা ঘটছে। আমরা এর পরিত্রাণ চাই। আর কোনো ভাই-বোনদের আমরা সড়ক দুর্ঘটনায় হারাতে চাই না। তারা আগামী সাতদিনের মধ্যে প্রশাসনকে একটি কমিটি করে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/এনায়েত করিম