কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি রেদুয়ান রহমান ওয়াকিউর ও যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মাহমুদ ঝুমন।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, সহিংসতা সৃষ্টির চেষ্টা চালাতে পারে এ অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। পরে ১৫১ ধারায় মামলা দিয়ে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বুধবার রাত ১১টার দিকে শহরের ইসলামিয়া সুপার মার্কেট চত্বর থেকে ওয়াকিউরকে এবং হারুয়া এলাকার নিজ বাসা থেকে ঝুমনকে গ্রেফতার করে পুলিশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার