দিনাজপুরের পার্বতীপুরে হতদরিদ্র পরিবারের মধ্যে ১০ টাকা কেজি দরে সরকারি চাল বিতরণে অনিয়ম এবং ভালো মানের চালের পরিবর্তে খাওয়ার অনুপযোগী চাল মজুদের অভিযোগে ৩৪ বস্তা চালসহ গুদাম সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন।
এ অভিযোগে ডিলার আবু কালামের ডিলারশিপও বাতিল করা হয়েছে বলে জানান, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ মিথুন মুন্নী।
গত বুধবার দিবাগত রাতে পার্বতীপুর উপজেলার রামপুর ইউপি’র সুন্দরীপাড়া রেলগেট এলাকায় অভিযান চালিয়ে উক্ত অভিযোগে ডিলার আবু কালামের গুদাম সিলগালা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. শাহনাজ মিথুন মুন্নী।
জানা যায়, পার্বতীপুরের রামপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের প্রায় দুই হাজার ভিজিএফ কার্ডধারী রয়েছেন। যারা হতদরিদ্র পরিবার হিসেবে প্রতিমাসে কার্ড প্রতি ৩০ কেজি চাল ১০ টাকা দরে পাওয়ার কথা। এজন্য ডাঙ্গাপাড়া গ্রামের আবু কালামকে ডিলার নিয়োগ দেয়া হয়।
পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ মিথুন মুন্নীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হতদরিদ্র পরিবারের জন্য সরকারি বরাদ্দকৃত ১০ টাকা কেজি দরের চাল বিতরণে অনিয়ম এবং ভালো মানের চালের পরিবর্তে নিম্নমানের চাল মজুদের অভিযোগে বুধবার দিনগত রাতে ওই গুদামে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ৩৪ বস্তা চালসহ গুদামটি সিলগালা করে দেওয়া হয়। অভিযুক্ত ডিলার আবু কালামের ডিলারশিপও বাতিল করা হয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম