ঝালকাঠিতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে ১২৩ বোতল ফেন্সিডিলসহ এক নারী ও যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নলছিটি উপজেলার ঝালকাঠি-বরিশাল মহাসড়কের রায়াপুর এলাকা থেকে গাড়ি তল্লাশি করে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়।
আটকরা হলেন বরিশাল শহরের কাউনিয়া এলাকার নাসির উদ্দিনের স্ত্রী তানিয়া ইসলাম (২৬) ও যশোর জেলার মোকলেসুর রহমানর ছেলেমেহেদী হাসান (২৫)।
নলছিটি থানার এসআই (উপ-পরিদর্শক) রাসেল মোল্লা জানান রবিবার থেকে ঝালকাঠিতে জেলা ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। এরই অংশ হিসেবে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেক পোষ্ট বসানো হয়। ট্রাফিক পরিদর্শক মো. হাবিব, মো. আদেল, টিএসআই তোতা মিয়া ও সার্জেন্ট তারিকুল রায়াপুরে চেক পোস্ট বসিয়ে যানবাহনের কাগজপত্র তল্লাশী চলাকালে বরিশাল থেকে ঝালকাঠিমুখী ঢাকা মেট্রো ভ ৯৩৮৮ নম্বরের একটি প্রাইভেট কার থামালে তাদের আচারন সন্দেহজনক মনে হলে গাড়ি তল্লাশি করে দুইটি ব্যাগে রাখা ১২৩ বোলত ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এসময় গাড়িতে থাকা এক নারী ও তার ড্রাইভারকে আটক করা হয়।” পরে ফেন্সিডিলসহ আটকদের নলছিটি থানায় হস্তান্তর করে ট্রাফিক পুলিশ।
নলছিটি থানার ওসি ওসি শাখাওয়াত হোসেন জানান এ ঘটনায় মাদক আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার