কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, দুর্বৃত্ত যেই হোক না কেন, তাকে ছাড় দেয়া হবে না। তিনি এ সময় ক্যাসিনো ব্যবসাসহ সকল প্রকার অবৈধ ব্যবসা পরিচালনাকারিদের তাদের অবৈধ ব্যবসা ছেড়ে গ্রামের ক্ষেতে টমেটো চাষের মত লাভজনক পেশায় নিয়োজিত হওয়ার পরামর্শ দেন।
আজ দুপুরে বাংলাদেশ কৃষি গবেষনা ইনন্সিটিউটের আয়োজনে সাতক্ষীরার নগরঘাটা কবি নজরুল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক মাঠ দিবসে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদার জিয়ার মুক্তি প্রসঙ্গে কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক আরও বলেন, খালেদা জিয়ার মুক্তি আদালতের বিষয়। আদালত যে সিদ্ধান্ত নেবে সরকার সেই সিদ্ধান্ত মাথা পেতে নেবে।
এসময় তার সাথে উপস্তি ছিলেন সাতক্ষীরা সদর-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-১ আসনের এমপি এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু প্রমুখ।
মাঠ দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো: নাসিরুজ্জামান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন