নেত্রকোনা আঞ্জুমান সরকারি আদর্শ স্কুলের এক শিক্ষার্থীর চিকিৎসার জন্য টাকা তোলাকে কেন্দ্র করে সড়কে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্কুল সূত্রে জানা গেছে, স্কুলের নবম শ্রেণির ছাত্র সাব্বির আহমেদ রাফির চিকিৎসার জন্য গত দু’দিন ধরে চাঁদা উঠাচ্ছে আত্মীয়-স্বজন এবং সহপাঠিসহ স্কুলের শিক্ষার্থীরা। শিক্ষক-শিক্ষার্থীরা মিলে কিছু টাকা তুলে বুধবার রাফির বাবার হাতে দেন প্রধান শিক্ষক।
কিন্তু বৃহস্পতিবার স্কুলের ফান্ড থেকে এক লাখ টাকা দাবি ও প্রত্যায়ন পত্র চাইলে স্কুলের নিয়ম বর্হিভূত ভাবে দেয়া যাবে না জানালে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। শিক্ষার্থীরা সড়কে গাড়ি আটকিয়ে বিক্ষোভ করে। স্কুলের গেইটে তালা লাগিয়ে দেয়। পরে খবর পেয়ে পুলিশ এবং প্রশাসন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রধানমন্ত্রী বরাবর স্কুল কর্তৃপক্ষ আবেদন করে টাকার ব্যবস্থার আশ্বাস প্রদান করা হয়।
শিক্ষার্থী সোয়াদ জানায়, আমরা যখন টাকা চাইছি আমাদেরকে তারা স্কুল থেকে বের করে দেয়। পরে আমরা বিক্ষোভ করেছি। আমরা ভালোভাবে বলেছি স্কুলের ফান্ডেই অনেক টাকা আছে। গত প্রায় ১০ বছর ধরে এই পর্যন্ত কোনো টাকা কাউকে দিতে হয়নি। তাহলে টাকাগুলো কেথায় গেল। আমরা সেখান থেকে টাকা চেয়েছি। আমরা তো রাজপথ ছাড়া কোনো উপায় দেখি না বলেও জানায় শিক্ষার্থীরা।
এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক আকলিমা খাতুন জানান, গত দু’দিন ধরে স্কুলে ডে মর্নিং শিফট থেকে বাচ্চারা চাঁদা নিচ্ছে। আমাদের শিক্ষকদের কাছ থেকেও কিছু টাকা তুলে দেয়া হয়েছে। গত বুধবার সেই টাকাগুলো একত্র করে আমি রাফির বাবার হাতে তুলে দিয়েছি। স্কুলের ফান্ড থেকেও ১০ হজার টাকা দেয়ার ব্যবস্থা করেছি। কিন্তু তারা এক লাখ টাকা দাবি করেছে। এখন এতো টাকা তো আমি একা দিতে পারবো না। নিয়ম কানুন আছে। সেগুলো মেইনটেইন করে দিতে হবে। এর মাঝে সিক্সের দুটো ছেলে গত তিনদিন আগে রাস্তায় চাঁদা তোলা নিয়ে ঝামেলা করেছে। তাদের কথা শুনছিলাম। ওদের অভিভাবকদের ডেকে। এর মাঝে এই ছেলেরা এসে প্রত্যায়ন পত্র চাইছে বাইরে টাকা তুলতে। কিন্তু সেটা তো এই সরকারি স্কুল থেকে দেয়া যায় না। স্কুলের ভেতর থেকে নিয়েছে, আমরাও দিয়েছি। কিন্তু বাইরেরটা আমি কেমন করে দেই। এটা না করাতেই তারা স্কুলের সব শিক্ষার্থীকে ডেকে বের করে রাস্তায় বিক্ষোভ করে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন