ঝালকাঠি জেলা প্রশাসন চলমান অভিযান চালিয়ে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য রাখান তিন পেঁয়াজ ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অপরদিকে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধ পলিথিন রাখার দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের আড়তদারপট্টি এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. বশির গাজী জরিমানার আদেশ প্রদান করেন। অভিযানের খবর টের পেয়েই শহরের অনেক আড়ৎদার ও পেঁয়াজ ব্যবসায়ী দোকান বন্ধ করে আত্মগোপন করে।
শহরের আকন ট্রেডার্সকে পেয়াজের মূল্য বৃদ্ধি করায় ১০ হাজার ও অবৈধ পলিথিন রাখায় আরও ১০ হাজার, মুনমুন ষ্টোরকে পেয়াজের মূল্য বেশী রাখায় ৩ হাজার, মো. জামাল ষ্টোরকে পলিথিন রাখায় ১০ হাজার ও কৃষ্ণ মোধককে বেশী মূল্যে পেয়াজ বিক্রী করায় জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো. বশির গাজী জানান, পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণসহ বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। শহরের আড়তদারপট্টি এলাকায় তিন ব্যবসায়ী কম দামে পেঁয়াজ কিনে তাদের আড়তে মজুদ রেখে অতিরিক্ত দামে বিক্রি করছিলেন। তাদের তিনজনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়। এদিকে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধ পলিথিন রাখার দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্টেট মাহমুদা খানম ও মাসুমা আক্তার।
বিডি প্রতিদিন/এ মজুমদার