বাংলাদেশ প্রতিদিনে খবর প্রকাশের ১৫ দিনের মাথায় গাড়ি পেলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের কুমিল্লাস্থ কার্যালয়।বৃহস্পতিবার আঞ্চলিক ড. আতাউর রহমান নতুন গাড়ি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
'প্রত্নতত্ত্ব বিভাগের গাড়ি ঠেলে চালু করেন পরিচালক’ শিরোনামে ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ প্রতিদিনে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদে উল্লেখ করা হয়- এই অফিসের একটি মাত্র মাইক্রোবাস। তা আবার প্রতি সপ্তাহে কমপক্ষে তিনবার বিকল হয়ে পড়ে। বিকল হলে আঞ্চলিক পরিচালকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা গাড়ি ঠেলে চালুর ব্যবস্থা করেন।
চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ড.আতাউর রহমান বলেন, আমাদের কর্মপরিধি সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত। প্রায়ই পথে গাড়ি বিকল হয়ে পড়ে। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো। নতুন গাড়ি পেয়ে আমাদের কাজের গতি আরও বেড়ে যাবে। এইজন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বাংলাদেশ প্রতিদিনের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বিডি প্রতিদিন/এ মজুমদার