টানা ৩৩ ঘণ্টা পর অনশন ভঙ্গ করল বরিশালের ব্যাটারিচালিত রিকশা শ্রমিকরা।
সচেতন নাগরিক কমিটির-সনাক সভাপতি শাহ সাজেদার নেতৃত্বে নাগরিক সমাজের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শরবত খাইয়ে রিকশা শ্রমিকদের অনশন ভঙ্গ করান।
আন্দোলনকারী ব্যাটারিচালিত রিকশা শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী জানান, নাগরিক সমাজের একটি প্রতিনিধি দল গত বিকেলে মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মো. খায়রুল আলমের সঙ্গে দেখা করেন। পুলিশ প্রশাসন নগরীর প্রধান সড়ক এড়িয়ে অন্যান্য সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলের মৌখিক অনুমতি দিয়েছে। একই সঙ্গে এর আগে জব্দ করা রিকশার ব্যাটারি ও মোটর ফেরত দেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন। এ আশ্বাসের ভিত্তিতে আজ সন্ধ্যা ৭টা রিকশা শ্রমিকরা অনশন ভঙ্গ করেন।
এর আগে জব্দকৃত ব্যাটারি ও মোটর ফেরত দেয়া এবং নগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি প্রদান সহ ৩ দফা দাবিতে গত বুধবার সকাল ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে আমরন অনশন শুরু করে ব্যাটারিচালিত রিকশা মালিক-শ্রমিক সংগ্রাম কমিটি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন