বিএনপির দুর্গ বলে খ্যাত বগুড়ায় পরিচয়হীন খালেদা জিয়ার পোস্টারে ভরে উঠেছে। জেলা শহরের বিভিন্ন দেয়ালে, দোকানের গায়ে, বিদ্যুতের খুঁটি, দলীয় কার্যলয়সহ বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে 'খালেদা জিয়ার মুক্তি চাই'। সাদা-কালো ছাই রঙের এই পোস্টার গুলোতে আর কোন কিছুই লেখা নেই। এমন পোস্টার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে জেলা শহরে।
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান হিসেবে বগুড়াকে বিএনপির দুর্গ হিসেবে বলা হয়। জন্মভূমিতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পর খালেদা জিয়া এবং পরে তারেক রহমান বগুড়া জেলা বিএনপির নেতৃত্ব দেন। মূলত বগুড়ার বিএনপি এখনো তারেক রহমান কেন্দ্রীক। দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত বিএনপির চেয়ারপারসন খাদেলা জিয়ার কথামত চলতো জেলা বিএনপির নেতৃবৃন্দ। কিন্তু রাজনীতির পরিবর্তন আর রাজনীতির দাবা খেলায় পিছিয়ে পড়েছে বিএনপি। তবে বগুড়ায় এখনো ভোটের রাজনীতিতে বিএনপিই দ্বিগুণ এগিয়ে। অন্যান্য দলের চেয়ে বিএনপির ভোট এখনো ঘরে বাধা রয়েছে। যদিও বগুড়ায় সরকার বিরোধী আন্দোলন-সংগ্রামে বিপর্যস্ত বিএনপি এখন মাঠের রাজনীতিতে অনেকটাই কোনঠাসা। এই জোটের জেলা পর্যায় থেকে মামলা মাথায় নিয়ে আত্নগোপনে রয়েছেন শতশত বিএনপির নেতাকর্মী। ফলে রাজনীতির মাঠ থেকে তারা এখন অনেক দূরে।
এরইমধ্যে এই পোস্টার সাঁটানো হয়েছে বগুড়া শহরের বিভিন্ন দেয়ালে। সেই পোস্টারে শুধুমাত্র লেখা রয়েছে 'খালেদা জিয়ার মুক্তি চাই'। এই পোস্টার নিয়ে অনেকেই মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। কেউ বলছেন, খালেদা জিয়া মানেই দেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন। সেখানে দলের কোন পরিচয় দরকার হয় না। আবার কেউ বলছেন, খালেদা জিয়ার মুক্তি চাই এই কথাটি কাদের। কারা এই পোস্টার করেছেন। প্রচারে-প্রসারে অনেক নাম থাকতো। এখন নাম পরিচয়হীন পোস্টার ছাপিয়ে গ্রেফতার এড়াতে চেষ্টা করছেন।
বগুড়া জেলা বিএনপির নেতাকর্র্মীদের সাথে এনিয়ে কথা বলতে চাইলেও এ নিয়ে কেউ কোন মন্তব্য করতে রাজি হয় নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার