ভারতে পাচারের সময় সাতক্ষীরা ভোমরা সীমান্ত থেকে ৮ পিস স্বর্ণেরবারসহ চোরাকারবারি আলম হোসেনকে (২৩) আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সন্ধ্যায় ভোমরার লক্ষ্মীদাড়ি সীমান্তের মসজিদের পাশ থেকে তাকে আটক করা হয়।
আটক আলম লক্ষ্মীদাড়ি গ্রামের রজব আলির ছেলে।
ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার মুজিবর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা ভোমরা লক্ষ্মীদাড়ি সীমান্তে অভিযান চালায়। এসময় সন্দেহ হলে এক ব্যক্তিকে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করে তার কাছ থেকে আট পিস সোনার বার উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ভারতে পাচারের উদ্দেশ্য নিয়ে আসছিল বলে জানায়। আটক সোনার মূল্য আনুমানিক ৪১ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। এ রিপোর্ট লেখা পর্যন্ত সাতক্ষীরা সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
বিডি প্রতিদিন/আরাফাত