চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেছেন, ‘বাংলাদেশের উন্নয়নের ব্যাপক সাফল্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাপি একের পর এক স্বীকৃতি পাচ্ছেন। দেশবাসীকে সাথে নিয়ে এ সাফল্য ধরে রাখতে হবে।’
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকালে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ভ্যাকসিন হিরো’ ও ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ’ পুরস্কারে ভূষিত হওয়ায় চুয়াডাঙ্গায় জেলা আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আলী আজগার টগর। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
জনসভায় প্রধান অতিথি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি দলের মধ্যে ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারীদের হুশিয়ার করে বলেন, সারাদেশে যে শুদ্ধি অভিযান শুরু হয়েছে তা দলেও কার্যকর করা হবে। অতএব ষড়যন্ত্রকারীরা এর থেকে রেহায় পাবেন না। তাদেরকেও জবাবদিহিতার আওতায় আনা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এমন এক সময়ে যারা পুটি মাছের মতো দলের ক্ষতি করার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দলের মধ্যে ঘাপটি মেরে থাকা অনেকে ঘরের মধ্যে বসে গোপন বৈঠক করে দলের বিপক্ষে ষড়যন্ত্র করছে। তাদের প্রতিহত করা হবে।
জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনসহ সকল উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, পৌর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ