দিনাজপুরের বিরামপুর উপজেলার পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো.শাহেদ আলী সরকারকে হত্যার উদ্দ্যেশে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিরামপুর উপজেলা কলেজ বাজার এলাকা মহরম মিলের পশ্চিম পার্শ্বে গড়ের পাড় রাস্তার উপর এই ঘটনা ঘটে।
আহত মো. সাহেদ আলী বিরামপুর পৌরসভার সাবেক মেয়র হোসেন আলী সরকারের ছেলে এবং বর্তমান পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী সরকারের ছোট ভাই। এছাড়াও তিনি বিরামপুর হোসেন আলী মেমোরিয়াল স্কুলের পরিচালক।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে বিরামপুরের মহরমের মিলের পশ্চিম পাশে গড়ের পাড় রাস্তার উপর শাহেদ মোটরসাইকেল যোগে যাওয়ার সময় সেখানে ওঁত পেতে থাকা বেশ কয়েক যুবক তাকে এলোপাতাড়ি মাথায় আঘাত করে। পরে তার আত্মচিৎকারে এলাকাবাসি তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডঃ সিরাজুল ইসলাম জানান, আহত মো. সাহেদ আলীর মাথায় আঘাতের জখম রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বিরামপুর সার্কেল এ এসপি মিথুন সরকার জানান, বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ