ময়মনসিংহের ফুলপুরে মোকামিয়া বাজার সংলগ্ন রাস্তায় একটি শিশু কুড়িয়ে পাওয়া গেছে।
শুক্রবার ভোরে স্থানীয় মুদি ব্যবসায়ী হাশিম উদ্দিনের স্ত্রী হোসনা শিশুটিকে রাস্তা থেকে উদ্ধার করেন।
পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম ও ওসি ইমারত হোসেন গাজীকে অবহিত করলে তারা উপজেলা সমাজসেবা অফিসার মো. শিহাব উদ্দিন খানকে দায়িত্ব দেন।
সমাজসেবা অফিসার জানান, শিশুটিকে দত্তক নেওয়ার জন্য অনেকে আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু কাকে দেওয়া হবে তা নিয়ে আলোচনা চলছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন