যে যত শক্তিশালী হোক না কেন নির্বাচনে কেউ অনিয়ম করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি করলেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম। আজ সোমবার দুপুরে উপজেলা অডিটরিয়ামে রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ইবিএমের মাধ্যমে রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়া হবে। ইবিএম এমন একটি যন্ত্র যে পৃথিবীর কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান এই যন্ত্র হ্যাক করতে পারবে না। সুতরাং একজনের ভোট আরেকজন দেয়ার কোন সুযোগ নাই। উপজেলা নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের আগে তিনদিন ইবিএমে কিভাবে ভোট দিতে হয় তার প্রশিক্ষণ দেয়া হবে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ-আল মামুন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (ঢাকা অঞ্চল ) রকিব উদ্দিন মন্ডল, জেলা নির্বাচন অফিসার মতিউর রহমান, নারায়ণগঞ্জ সহকারী পুণিশ (গ-সার্কেল) আফসার উদ্দিন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, উপজেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান, চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন ভুইয়া ও কবির হোসেনসহ সদর ইউনিয়নের মেম্বার প্রার্থীবৃন্দ।
বিডি প্রতিদিন/এ মজুমদার