মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। নাব্যতা সংকট ও প্রবল স্রোতের কারণে সোমবার দিবাগত রাত নয়টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ফেরি চলাচল শুরু হয়নি। আজ চলাচল করতে পারবে কিনা তা জানে না ঘাট কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাট সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।
এদিকে ফেরিতে অচলাবস্থার কারণে পারাপারের অপেক্ষায় থাকা পরিবহন চালক ও শ্রমিকদের দুর্ভোগ বেড়েছে।
পদ্মা নদীতে নাব্যতা সংকট ও তীব্র স্রোতের কারণে সোমবার রাত থেকেই ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া। তিনি বলেন, কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি কখন চালু হবে তার নির্দেশনা এখনো আসেনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার