ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আমোদাবাদ গ্রামের পলাশ দাস (২৫) ও টিটু দাস (২২) নামে দুই ভাইকে গত সোমবার সন্ধ্যায় কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তারা মাদক সেবন করে পূজার মণ্ডপে প্রবেশ ও উচ্ছৃঙ্খল আচরণ করায় তাদের এ দণ্ড দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্র জানায়, পিছন দাসের ছেলে পলাশ ও টিটু রবিবার মাদক সেবন করে মণ্ডপ এলাকায় উচ্ছৃঙ্খলতা করে। তাদেরকে এ বিষয়ে স্থানীয়রা সতর্ক করলেও কর্ণপাত করেননি। গত সোমবারও তারা একই কাণ্ড ঘটান। খবর পেয়ে পুলিশ এসে তাদেরকে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার রেইনা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম