সারা দেশের মত বরিশালেও অনুষ্ঠিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মঙ্গলবার সকাল ৮টা ৫২ মিনিটে মন্দিরে মন্দিরে দুর্গাদেবীর দশমী বিহিত পূজা সমাপন ও দর্পণ বিসর্জন অনুষ্ঠিত হয়। মন্দিরে মন্দিরে চলছে পূজা-অর্চনা। মন্ডপগুলোতে ঢাকের বাজনার পাশাপাশি চলছে ধর্মীয় গান। পূজান্তে যজ্ঞানুষ্ঠান এবং প্রসাদ বিতরণ করা হয়।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মন্দিরগুলো সাজানো হয়েছে নবরূপে। এ বছর বরিশাল নগরীতে ৪১টি, মেট্রোপলিটন এলাকায় ৭৩টি, বরিশাল জেলায় ৬১৩টি এবং বিভাগে ১ হাজার ৬শ’ ১৩টি মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা।
উৎসব নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণ করতে পূজা মন্ডপগুলোতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে আইনশৃঙ্খলা বাহিনী।
বিডি প্রতিদিন/এ মজুমদার