বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে ময়মনসিংহে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে প্রগতিশীল ছাত্র জোট, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদসহ বেশকয়েকটি সংগঠন মুখে কালো কাপড় বেঁধে ঘন্টাব্যাপী মানববন্ধন করে। এতে সর্বস্তরের মানুষ অংশ নেয়। মঙ্গলবার সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাডভেকেট এমদাদুল হক মিল্লাত, সুজন মহানগরের সাধারন সম্পাদক কবি আলি ইউসুফ, ছাত্র ইউনিয়নের সভাপতি আসজাদুল বোরহান তাহাসিন, সাধারন সম্পাদক বাহার উদ্দিন শুভ, যুব-ইউনিয়নের সাধারন জহিরুল আমিন রনি, সমাজতান্ত্রিক ছাত্র ফন্টের দপ্তর সম্পাদক ফজলুল হক রনি এবং রিফা সানজিদাসহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন, ভিন্নমতের কারনে একজন মেধাবী ছাত্রকে এভাবে পিটিয়ে হত্যার একমাত্র কারণ বিচারহীন সংস্কৃতি। তাই আবরার হত্যাকারীদের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। নয়তো আবরারের মত অনেক মেধাবিই অকালে ঝরে যাবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার