বরিশালের গৌরনদীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধাওয়া খেয়ে পুকুরে ঝাপ দেওয়ার ৩ দিন পর যুবকের ভাসমান লাশ করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে গৌরনদী উপজেলার সুন্দরদী গ্রামের মুন্সি বাড়ির পুকুর থেকে শামীম হাওলাদার নামে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
শামীম হাওলাদার গৌরনদী উপজেলার বেজগাতি গ্রামের মোখলেছ হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, গত ৫ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে সুন্দরদী গ্রামের মুন্সী বাড়ির পুকুরের কাছে দুই ব্যক্তি মাদক বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল সেখানে অভিযান চালায়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ওই দুই ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় শামীম আত্মরক্ষার্থে পুকুরে ঝাপ দেন। অনেক খোঁজাখুজির পরও তার কোনও সন্ধ্যান না পেয়ে চলে যান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
তিন দিন পর মঙ্গলবার সকালে মুন্সি বাড়ির পুকুরে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে পাঠায়।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। অপমৃত্যু মামলা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন গৌরনদী থানার ওসি গোলাম সরোয়ার।
বিডি প্রতিদিন/কালাম