বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতারপূর্বক বিচারের দাবিতে বরিশালে পৃথক দুটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ব্যানারে এবং বিএম কলেজের সামনে শিক্ষার্থীদের ব্যানারে পৃথক এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বেলা ১২টায় বরিশাল বিএম কলেজের সামনের সড়কে মানববন্ধন করে ওই কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, দেশে আইনের শাসন না থাকায় বারবার নিরপরাধ মানুষ হত্যার শিকার হচ্ছে। দৃষ্টান্তমূলক বিচার হলে এবং প্রকৃত অপরাধীরা শাস্তি পেলে এ ধরনের অপরাধ কমবে।
এর আগে সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ব্যানারে একই দাবীতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট একে আজাদ, জেলা গনসংহতি আন্দোলনের আহ্বায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলুসহ অন্যান্যরা মানববন্ধনে বক্তব্য রাখেন। মানববন্ধন থেকে বুয়েট ছাত্র আবরার হত্যাকারীদের বিচার দাবী করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার