ডিমওয়ালা মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষ্যে বরিশালে প্রচারণা চালিয়েছে মৎস্য বিভাগ। মঙ্গলবার সকাল ১০টার দিকে নগরীর পোর্ট রোড ইলিশ মোকামসহ আশপাশের এলাকায় এই প্রচারণা চালানো হয়। এ সময় জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
ডিমওয়ালা মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে মঙ্গলবার রাত ১২টা ১ মিনিট থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ শিকারের উপর নিষেধাজ্ঞা জারী করেছে সরকার। এ সময় নদীতে ইলিশ ধরা, পরিবহন, সংরক্ষন এবং ক্রয়-বিক্রয় আইনত দন্ডনীয়। এ অবস্থায় বিষয়টি জেলে ও মৎস্য ব্যবসায়ীদের অবহিত করার জন্য সংরক্ষন অভিযানের প্রাক্কালে প্রচারনা চালায় মৎস্য বিভাগ। এ সময় সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জিব সন্যামতসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার