বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়ায়। আজ মঙ্গলবার দুপুর ১২টায় শহরের এনএস রোডস্থ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখার সভাপতি জান্নাতুল ফেরদৌস, সহ-সভাপতি অর্পণ মাহমুদ, সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন, সাংগঠনিক সম্পাদক অঞ্জন কৃষ্ণ শীল, দপ্তর সম্পাদক জুলিয়া পারভীন প্রমুখ।
বক্তারা বলেন, যারা মানুষের কথা বলে, দেশের কথা বলে তাদের মৃত্যু নেই, তারা সব সময় রয়ে যায় মানুষের হৃদয়ে। আর যারা ওই দেশ প্রেমিকদের হত্যা করে তাদেরকে ঘৃণার পাত্র হয়ে অমানুষের খেতাব নিয়ে বেঁচে থাকতে হয়। মানববন্ধনে আবরার ফাহাদকে হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি করা হয়।
বিডি-প্রতিদিন/মাহবুব