বুয়েট ছাত্র আবরার হত্যার বিচার দাবিতে বগুড়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের সাতমাথায় ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা আবরার হত্যার সাথে জড়িতদের দ্রুত শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক অঅমিনুল ফরিদ, যুব ইউনিয়ন জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ খান পাপ্পু, ছাত্র ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/মাহবুব