কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কটিয়াদী উপজেলার ঘিলাকান্দি এলাকার একটি ধান ক্ষেত থেকে অজ্ঞাতনামা (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মহাসড়কের পাশে ঘিলাকান্দি এলাকার ধান ক্ষেতে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন হাইওয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে কটিয়াদী থানায় হস্তান্তর করে।
পুলিশ জানায়, তার মাথার পিছনের অংশ থেঁতলানো ছিল। ময়নাতদন্তের জন্য তার লাশ কিশোরগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/মাহবুব