বগুড়ার ধুনটে ইছামতি নদীতে গোসল করতে নেমে হৃদয় হোসেন (১২) নামে এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামের ইছামতি নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত হৃদয় হোসেন বগুড়া জেলার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের বানিয়াগাঁতি গ্রামের তোতা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মানসিক প্রতিবন্ধী হৃদয় হোসেন ছোট বেলা থেকেই ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের ডিগ্রীর চর গ্রামে তার নানা সব্বের আলীর বাড়িতে বসবাস করে আসছিল। সোমবার দুপুরে হৃদয় হোসেন তার নানার বাড়ির পাশেই ইছামতি নদীতে গোসল করতে যায়। কিন্তু এরপর থেকেই সে নিখোঁজ হয়। মঙ্গলবার দুপুরে কাজিপুর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামের ইছামতি নদী থেকে হৃদয় হোসেনের ভাসমান মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা।
বগুড়ার ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল