পটুয়াখালীর গলচিপায় লিয়ামনি (১২) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। মঙ্গলবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে।
লিয়ামনি উপজেলার কালিরচর গ্রামের খালেক খার মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় ঘরে কেউ না থাকায় লিয়ামনি নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। লিয়ামনির মা ঘরের বাইরে বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। কাজ শেষে মা ঘরে ঢুকে রিয়ামনিকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখে ডাক চিৎকার করে। তার চিৎকার শুনে লোকজন এসে লিয়ামনিকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালীর মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল