চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নৌকাডুবিতে বাবা-ছেলে নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পাঁকা ইউনিয়নের পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন, শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের ১৩ রশিয়া দক্ষিণ পাঁকা গ্রামের মৃত আজাহারের ছেলে সাহাবুদ্দিন আহমেদ (৪৭) ও তার ছেলে আবদুল্লাহ্ (৮)।
জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে পরিবারের বাধা উপেক্ষা করে সাহাবুদ্দিন ও আবদুল্লাহ্ ছোট একটি টিনের নৌকা নিয়ে গ্রামের পার্শ্বে পদ্মা নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরার একপর্যায়ে সকাল সাড়ে ৮টার দিকে মাঝ নদীতে টিনের নৌকাটি উল্টে ডুবে যায়। এঘটনার পর কয়েকটি নৌকা নিয়ে খোঁজাখুজি শুরু করে এলাকাবাসী। কিন্তু বিকেল ৪টার পর্যন্ত তাদের পাওয়া যায়নি।
পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাছ ধরতে গিয়ে পিতা-ছেলে নিখোঁজ রয়েছে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামশুল আলম শাহ পদ্মায় মাছ ধরতে গিয়ে নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস রওনা দিয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল