এবারের দুর্গাপূজায় ভিন্ন মাত্রা এনেছে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরের জমিদার রায় চৌধুরী বাড়ির পূজা মণ্ডপ।
পূজা মন্ডপের পাশেই বিশাল বড় প্যান্ডেল করা হয়েছে। সেখানে শতাধিক ছবি স্থান পেয়েছে। জাতির পিতার বিভিন্ন সময়ের নানা ছবির পাশাপাশি স্থান পেয়েছে মসজিদ, মন্দির, প্যাগোডা, গীর্জার বড় বড় ছবি। আর উপরে লেখা রয়েছে ধর্ম যার যার উৎসব সবার।
এই ছবির গ্যালারী ও পূজা মণ্ডপ দেখতে দূর-দূরান্ত থেকে প্রতিদিন শত শত দর্শনার্থী ভিড় করেন। ঘুরে ঘুরে পৃথিবীর সব বিখ্যাত মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডার ছবি দেখছেন। সেই সাথে দুর্গা প্রতিমাও দেখছেন দর্শনার্থীরা।
উলপুর জমিদার সুধন্য কুমার রায় চৌধুরীর ছেলে মৃনাল কান্তি রায় চৌধুরী পপা জানান, যার যার ধর্ম সেই সেই পালন করবে, কিন্তু উৎসব সবার জন্য। এজন্য আমি সব ধর্মের উপসানালয়ের বিখ্যাত সব ছবি সংগ্রহ করেছি এবং সেই সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসংখ্য দুর্লভ সব ছবির গ্যালারী করেছি। যাতে পূজা মণ্ডপ দেখতে এসে দর্শনার্থীরা আলাদা আনন্দ পান।
বিডি প্রতিদিন/হিমেল