বগুড়ার সান্তাহার পৌর এলাকার ইয়ার্ড কলোনী মহল্লায় শান্ত (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
সোমবার রাত ১টার দিকে রান্না ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সে সান্তাহার ইয়ার্ড কলোনীর নরসুন্দর সাজ্জাদের স্ত্রী।
বগুড়ার সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ জানান, গৃহবধূ শান্তর আত্মহত্যার খবর পেয়ে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন