বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামাল মিয়া শোভনের দুর্নীতির-অনিয়মের প্রতিবাদসহ হাসপাতালে চিকিৎসক সঙ্কট নিরসনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী।
মঙ্গলবার সকালে শরণখোলা উপজেলার পাঁচরাস্তা বাদল চত্বরে আদর্শ মানবকল্যাণ সোসাইটির ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে এলাকার শত শত মানুষ অংশগ্রহণ করেন। এসময় তারা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে অফিস চলাকালীন প্রাইভেট রোগী দেখা, ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ভিজিট করা, অপ্রয়োজনীয় পরীক্ষার নামে অর্থ বাণিজ্য, জরুরি বিভাগে অতিরিক্ত অর্থ আদায়, নিম্নমানের ওষুধ লেখা বন্ধসহ ভর্তি রোগীদের সরকারি ওষুধ প্রদান ও সেবা নিশ্চিত করার দাবি জানান।
মাববন্ধন শেষে সমাবেশে বক্তৃতা করেন আদর্শ মানবকল্যাণ সোসাইটির আহ্বায়ক মো. জাহাঙ্গীর শিকদার, মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার আবু জাফর জব্বার, সোসাইটির যুগ্ম-আহ্বায়ক সুরাইয়া আক্তার, ইউপি সদস্য আহম্মদ উল্লাহ সানি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য মাসুম বিল্লাহ, শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম মিরাজ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক শরীফ খায়রুল ইসলাম ও কলেজ ছাত্রলীগের আহ্বায়ক সাব্বির আল হাসান।
বক্তারা বলেন, উপজেলা হাসপাতালটিতে দীর্ঘদিন ধরে মাত্র দু’জন চিকিৎসক দায়িত্ব পালন করছেন। স্বাস্থ্য কর্মকর্তা জামাল মিয়া শোভন যোগদানের পর থেকেই নানা অনিয়মে জড়িয়ে পড়েন। অফিস চরাকালীন রোগীদের কাছ থেকে ৩৫০টাকা ফি আদায় করেন, অপ্রয়োজনীয় পরীক্ষার দিয়ে বেসরকারি প্যাথলজি থেকে ৬০ভাগ কমিশন নেন। এছাড়া, জন্মনিবন্ধন, প্রতিবন্ধী, গর্ভকালীন সনদসহ বিভিন্ন প্রত্যায়ন পত্রে স্বাক্ষর করাতে তাকে টাকা দিতে হয়। টাকা না দিলে রোগীদের সাথে দুর্ব্যবহার করেন। এসব সমস্যা দ্রুত সমাধান না হলে পরবর্তীতে হাসপাতাল ঘেরাওসহ কঠোর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন