ভোলার চরফ্যাশনে পিয়াজসহ দ্রব্য মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের নেতৃত্বে অভিযান চালানো হয়। মঙ্গলবার দুপুরে শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অভিযুক্ত ব্যবসায়ীদের জরিমানা করা হয়। এছাড়াও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে সিগারেট বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ ও তামাকজাত নিয়ন্ত্রণ আইনে মো. আলমগীর হোসেনকে ২ হাজার টাকা ও রফিককে ১ হাজার টাকা এবং জনতা রোডে মেয়াদ উত্তীর্ণ ও নির্দিষ্ট তাপমাত্রার ঔষধ ফ্রিজিং না রাখায় ঔষধ ব্যাবসায়ী বিকাশ চন্দ্রকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় নির্বাহী অফিসার রুহুল আমিন চরফ্যাশন বাজারের পিয়াজ ও মশলা দ্রব্য আমদানিকারক ভাই ভাই স্টোর ও মাহাবুব স্টোরসহ ৩ জনকে ৬ হাজার টাকা জরিমানা করেন।
এদিকে, ভ্রাম্যমাণ আদালত চলাকালে পিয়াজের মূল্য ৬০ টাকা বহাল থাকলেও নির্বাহী ম্যাজিস্ট্রেট চলে যাওয়ার পর ৭৫/৮০ টাকায় বিক্রি হচ্ছে।
বিডি-প্রতিদিন/মাহবুব