ইলিশবাড়ি খ্যাত বৃহৎ মৎস্য ঘাট সামরাজসহ ভোলার সকল মৎস্য ঘাটগুলোতে আগামীকাল বুধবার থেকে ডিমওয়ালা মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হবে। চরফ্যাশন উপজেলা প্রশাসন আগামী ২২ দিন ইলিশ শিকারে নিষেধাজ্ঞাসহ জেলে, মৎস্য ব্যবসায়ী ও জনসাধারণকে উদ্বুদ্ধকরণে মৎস্য দপ্তর হতে সচেতনতামূলক লিপলেট বিতরণ করবেন বলে জানানো হয়েছে।
এছাড়াও মৎস্য ঘাটগুলোতে ইলিশ ধরা নিষেধাজ্ঞা নিয়ে মাইকিং করে জনসচেতনতা সৃষ্টি করা হবে।
মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বাংলাদেশের সবচেয়ে বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র হচ্ছে চরফ্যাশন সামরাজ মৎস্য ঘাট। সরকার ঘোষিত ২২ দিন নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে নদী ও সাগরে কোন জেলেদের মাছ ধরতে দেওয়া হবে না। ইলিশ সংরক্ষণ অভিযানে জেলেদের পুনবাসনসহ আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।
বিডি প্রতিদিন/হিমেল