কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী নদীর চরে প্রতিমা বিসর্জন অনুষ্ঠান দেখতে গিয়ে বন্ধুদের সাথে খেলার সময় নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়েছে জেএসসি পরীক্ষার্থী বিশাল। মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ওই স্কুলছাত্রকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
চকরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুল হাসান বলেন, পরিচয় না পেলেও নিখোঁজ ছাত্রের নাম বিশাল বলে জানা গেছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, আমি প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে রয়েছি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। উদ্ধারের পর তার বিস্তারিত পরিচয় জানা যাবে। এখনো এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।
বিডি প্রতিদিন/হিমেল