বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) গঠিত কারিগরী কমিটির সদস্যরা লামার মাতামুহুরী নদী ও লামা খালের বিভিন্ন ভাঙনের স্থান পরিদর্শন করেছেন।
আজ সকালে তারা মাতামুহুরী নদীর লামা বাজার সংলগ্ন ভাঙন, রাজবাড়ি-মেরাখোলা মাতামুহুরী ব্রিজের পশ্চিম পার্শ্বের ভাঙন ও লামা খালের দরদরী অংহ্লারী পাড়াস্থ ইব্রাহিম লিডার পাড়ার বিস্তৃর্ণ ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। বিকেলে মাতামুহুরী নদীর আলীকদম উপজেলার বিভিন্ন ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের কারিগরী কমিটি।
লামা পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম বলেন, বাপাউবো’র কারিগরী কমিটির সদস্যরা মাতামুহুরী নদীর পানি প্রবাহের ধরণ, ভাঙনের স্থান সরেজমিন পরিদর্শন করেছেন। প্রকল্পগুলো বাস্তবায়ন হলে, নদী ও শহর রক্ষার পাশাপাশি শহরে প্রবেশের বিকল্প একটি সড়ক হবে।
বাপাউবো’র পরিকল্পনা-১ এর পরিচালক ও কারিগরী কমিটির সদস্য ড. শ্যামল চন্দ্র দাস বলেন, ভাঙনের স্থানগুলোতে প্রকল্প গ্রহণ জরুরী ও প্রস্তাবিত প্রকল্পগুলো যৌক্তিক। দেশের অন্যান্য এলাকার তুলনায় এই এলাকায় বাপাউবো তেমন কোন কাজ করেনি।
বিডি প্রতিদিন/হিমেল