বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের ২নং গেট সংলগ্ন দিনাজপুর-রংপুর মহাসড়কের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে সাধারণ শিক্ষার্থীরা।
মানববন্ধনে হাবিপ্রবি’র বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে।
মানববন্ধনে বক্তব্য রাখেন হাবিপ্রবি’র ফাহিম, মঞ্জুরুল, মামুন, সাগরসহ অনেকে।
এসময় বক্তারা বলেন, 'আজ পর্যন্ত আবরারসহ যতগুলো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে প্রতিটি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। বিশ্বজিৎ হত্যার মতো যেন আসামিরা আইনের ফাঁক দিয়ে বের হয়ে না যায়। ভবিষ্যতে যেন নতুন কোনো আবরারকে হত্যার শিকার না হতে হয় সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কঠোর ভূমিকা পালন করতে হবে। অপরাধী অপরাধীই, তার অন্য কোন পরিচয় থাকতে পারে না।
বক্তারা অনতিবিলম্বে আবরার হত্যার সাথে জড়িতদের দ্রুত ফাঁসি কার্যকর করার জোর দাবি জানান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন