খাগড়াছড়ির রামগড়ের দুর্গাপূজায় পাঁচ তরুণীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সাগর ত্রিপুরা (২২) ও মো. জাহাঙ্গীর আলম (২২) নামের দু'জনকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার রাতের দিকে শারদীয় দুর্গা পূজা দেখে বাড়ি ফেরার পথে রামগড়ে বাজারের পাশে ডেবার পাড় এলাকায় দুই বখাটে যুবক পাঁচ তরুণীকে শ্লীলতাহানির চেষ্টা করে।
পরে বিষয়টি জানাজানি হলে দায়িত্বরত পুলিশ ঘটনাস্থল থেকে দুই বখাটে যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সরওয়ার উদ্দিন নারী ও শিশু নির্যাতন আইনে তাদের দুই মাসের কারাদণ্ড দেয়।
রামগড় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক সাজাপ্রাপ্ত দুই যুবককে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন