ভক্তদের অন্যরকম আনন্দ-উৎসব ও বিষাদের মধ্যে দিয়ে দিনাজপুরে সনাতন ধর্ম্বাবলীর প্রতিমা বিসর্জনে দুর্গাপূজার সমাপনী হলো।
দীর্ঘ ৫ দিন পূর্জা অর্চনা ও প্রার্থনা করার পর সকালে দেবী দুর্গাকে বিসর্জনে ভক্তদের মধ্যে বিষাদের ছায়া ছিল।
মঙ্গলবার বিকাল থেকে নেচে গেয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনর্ভবা নদীতে সন্ধ্যার পর এ প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
দিনাজপুর জেলায় এবার ১২৩৬টি পূজামণ্ডপ হয়। এরমধ্যে দিনাজপুর সদর উপজেলার ১৬২টি পূজামণ্ডপে পূজা অর্চনা করা হয় এবং পূর্ণভবা নদীতে প্রতিমা বিসর্জন দেয়া হয়।
দিনাজপুরের গণেশতলা, মর্ডাণ মোড়ে বিশাল মঞ্চ থেকে দেবী দুর্গাকে শেষ বিদায় জানান হিন্দু সম্প্রদায়। এসময় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এসময় পুলিশ সৈয়দ আবু সায়েমসহ জেলা প্রশাসনসহ বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল