শিক্ষক নিয়োগ দেয়ার পরও দৌলতপুর উপজেলার মতিলাল ডিগ্রী কলেজে রাষ্ট্রবিজ্ঞান ও হিসাববিজ্ঞান বিষয়ে অনার্স কোর্স চালু হচ্ছে না। তাই অনার্স কোর্স চালু করার দাবিতে মানববন্ধন করেন অনার্স কোর্সে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা।
বুধবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে মানবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় শিক্ষকরা বলেন, দীর্ঘদিন ধরে নিয়োগ পেলেও অনার্স কোর্স না খোলার কারণে পারিবারিক ও সামাজিকভাবে হেয় হচ্ছেন তারা।
মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা জানান, দৌলতপুর উপজেলায় বর্তমানে কোনো অনার্স কলেজ নেই।
কলেজের অনার্স কোর্সে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা বলেন, কলেজের পরিচালনা পরিষদের ২০১৪ সালের ২৯ মে’র সভায় হিসাববিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স খোলার সিদ্ধান্ত হয়। এর প্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয় ও সরকারি বিধি অনুযায়ী ২০১৫ সালের ২২ ডিসেম্বর ওই দুই বিষয়ে প্রভাষক নিয়োগের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে নিয়োগ কমিটির সুপারিশ ও পরিচালনা পরিষদের অনুমোদনক্রমে ২০১৬ সালের পয়লা সেপ্টেম্বর ১৪ জন শিক্ষককে নিয়োগ দেয়া হয়। কিন্তু এখন পর্যন্ত অনার্স কোর্স চালু হয়নি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন