মাগুরায় ট্রেডিং করর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি’র উদ্যোগে সোমবার থেকে ৪৫ টাকা কেজি দরে পিয়াজ বিক্রি শুরু হয়েছে। জেলা প্রশাসনের তত্বাবধানে সুলভ মূল্যে এ পিয়াজ বিক্রি হচ্ছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ পিয়াজ বিক্রির উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফাজ উদ্দিনসহ অন্যান্যরা।
এ সময় শহরের বিভিন্ন এলাকার অসংখ্য মানুষ পিয়াজ কিনতে ভিড় করে।
জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর রাজীব চৌধুরী জানান, টিসিবি’র খুলনা আঞ্চলিক কার্যালয়ের বরাদ্দকৃত তিন মেট্রিক টন পিয়াজ সোমবার থেকে বুধবার পর্যন্ত এই ৩ দিন মাগুরায় বিক্রি করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন