বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রংপুর মহানগরীতে বিক্ষোভ করেছে মহানগর ও জেলা বিএনপি। মঙ্গলবার দুপুরে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে কার্যালয়ের মূল ফটকের সামনে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের সাথে নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়।
এক পর্যায়ে সেখানেই জেলা বিএনপির সহ-সভাপতি সাহিদার রহমান জোসনার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ আহমেদ, মহানগর সহ-সভাপতি সুলতানুল আলম বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ উন নবী খান বিপ্লব, সাবেক পৌর মেয়র মামুনার রশিদ মামুন, জেলা বিএনপির প্রচার সম্পাদক ফিরোজ আলম, মহানগর যুবদল সভাপতি অ্যাড. মাহফুজ উন নবী ডন, জেলা ছাত্রদল সভাপতি মনিরুজ্জামান হিজবুল, সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জীম প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        