১১ ডিসেম্বর, ২০১৯ ২১:৫৯

লামায় সরকারিভাবে আমন ধান ক্রয় শুরু

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি :

লামায় সরকারিভাবে আমন ধান ক্রয় শুরু

লামায় সরকারিভাবে ২০১৯-২০ মৌসুমের আমন ধান ক্রয় শুরু হয়েছে। বুধবার এই ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা জামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি। 

এবার লামা উপজেলার ২টি খাদ্য গুদামের তত্ত্বাবধানে ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের ৩ হাজার ২৭৯ জন কৃষকের কাছ থেকে মোট ৩৯১ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।

জানা গেছে, কৃষক পর্যায়ে প্রতি কেজি ধান ২৬ টাকা হারে প্রতি মণ ১ হাজার ৪০ টাকা নির্ধারিত দামে ধান ক্রয় করছে সরকারি প্রতিষ্ঠান খাদ্য বিভাগ। খাদ্য বিভাগ সরাসরি এসব ধান সংগ্রহ করছে। 

লামা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোরশেদুল আলম এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। এসময় আরও উপস্থিত ছিলেন লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মিলকি রাণী দাশ, লামা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোরশেদুল আলম ও খাদ্য বিভাগের এএসআই উপচিং মার্মাসহ প্রমুখ।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর