১১ ডিসেম্বর, ২০১৯ ২২:২৯

পিরোজপুরে নাক-কান-গলা রোগীদের হেলথ ক্যাম্প

অনলাইন ডেস্ক

পিরোজপুরে নাক-কান-গলা রোগীদের হেলথ ক্যাম্প

পিরোজপুরের কলাখালী ইউনিয়নে নাক, কান, গলা রোগীদের জন্য ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ঢাকা অফিসার্স ক্লাবের স্বাস্থ্য সেবা উপ-কমিটির উদ্যোগে বুধবার দুপুরে কলাখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

হেলথ ক্যাম্প উদ্বোধন করেন পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। এসময় পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বশির আহমেদ, সাংবাদিক ফসিউল ইসলাম বাচ্চু, সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল, কলাখালী ইউপি চেয়ারম্যান দিদারুজ্জামান শিমুল, পুখুরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনায়েত হোসেন খান, শাহনেওয়াজ সুমনসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

ফ্রি হেলথ ক্যাম্পে ঢাকার মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক, কান গলা বিভাগের বিভাগীয় প্রধান, ঢাকা অফিসার্স ক্লাবের নির্বাহী সদস্য এবং স্বাস্থ্য সেবা উপ-কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটুসহ পিরোজপুরের স্থানীয় চিকিৎসকরা রোগী দেখেন এবং ব্যবস্থাপত্র দেন। এসময় রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রধান করা হয়।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর