বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডিলিং শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে ৮৯১ ও ৯২৫ শ্রমিক ইউনিয়নের সদস্যরা মানববন্ধন করেছে। শনিবার সকালে কয়েক হাজার শ্রমিক বেনাপোল স্থলবন্দরের সামনে এই মানববন্ধনে যোগ দেন।
স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ৯২৫ এর সাধারণ সম্পাদক অহিদুজ্জামান অহিদের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন বেনাপোল স্থল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ এর সভাপতি মো. কলিমউল্লাহ, শ্রমিক ইউনয়িন ৯২৫ এর সভাপতি মো. রাজু আহম্মেদ সহ-সভাপতি মো. খলিলুর রহমান, সহ-সভাপতি আ. রশিদ মল্লিক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানে, সহ সাধারণ সম্পাদক, মফিজুর রহমান ও সাংগঠনিক সম্পাদক সাজজুল হোসেন প্রমুখ।
বেনাপোল স্থল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫এর সাধারন সম্পাদক অহিদুজ্জামান বলেন, মোংলা বন্দর, চিটাগাং বন্দর, বুড়িমারী স্থল বন্দর, ভোমরা স্থলবন্দরসহ অন্যান্য বন্দরগুলোতে আমদানিকৃত পন্য লোড-আনলোডের জন্য শ্রমিকদের প্রতি মে. টন ৩০ টাকা ৫৩ পয়সা চার্জ নির্ধারণ করা আছে। কিন্তু বেনাপোল বন্দরের শ্রমিকদের পণ্য লোড- আনলোডের জন্য নির্ধারিত চার্জ দেওয়া হয় না।
অন্যান্য বন্দরে মতো বেনাপোল বন্দরের শ্রমিকদের সর্বোচ্চ ন্যায্য মজুরি প্রদানে মানববন্ধনের মাধ্যমে তিনি আহ্বান জানান। তিনি আরো বলেন, তাদের এই দাবি পূরণ না হলে আগামীতে বন্দরে পণ্য লোড-আনলোড বন্ধসহ বেনাপোল বন্দর অচল করে দেওয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল