১৮ জানুয়ারি, ২০২০ ১৫:৫৯

'চিকিৎসার পাশাপাশি রোগীর সাথে সৌহার্দ্যপুর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে'

দিনাজপুর প্রতিনিধি

'চিকিৎসার পাশাপাশি রোগীর সাথে সৌহার্দ্যপুর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে'

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি চিকিৎসার পাশাপাশি একজন রোগীর সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুললে ওই রোগী খুব তাড়াতাড়ি সুস্থতা লাভ করে উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসা সেবা নিশ্চিত করতে নানা পরিকল্পনা গ্রহণ করেছেন। কয়েক হাজার চিকিৎসক ও নার্সদের নিয়োগ দিয়ে প্রত্যান্তঞ্চলে চিকিৎসা সেবা পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রী। এখন দায়িত্ব পালনের কাজ। দায়িত্ব পালনে কেউ গাফিলতি করলে রোগীরা সমস্যায় পড়ে। তাই চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব অবহেলা করলে ছাড় দেয়া হবে না। 

আজ শনিবার জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার নতুন এ্যাম্বুলেন্স প্রদান এবং প্রসবপুর্ব সেবা (এএনসি) ও প্রসব পরবর্তী সেবা (পিএনসি) কর্ণানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি এম আব্দুর রহিম মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত করার আশা ব্যক্ত করে বলেন, এ হাসপাতাল বর্তমানে দেশের দ্বিতীয় স্থানে রয়েছে। আমরা প্রথম স্থানে যেতে চাই। এরপর প্রধানমন্ত্রীর কাছে বিশ্ববিদ্যালয় করার আবেদন করবো। দিনাজপুর জেলাকে স্বাস্থ্য নগরী হিসেবে গড়ে তুলতে পরিকল্পনার পাশাপাশি সকলকে সমন্বয় করে কাজ করতে হবে। 

এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ মোজাহিদুল ইসলাম, উপ-পরিচালক ডাঃ জাহাঙ্গীর, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শিবেস সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার, বিএমএর সভাপতি ডাঃ ওয়ারেস, সাধারন সম্পাদক ডাঃ বিকে বোস, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডাক্তার আসিফ আহমেদ প্রমুখ। 

একইদিন ২৫০ শয্যা বিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্য রাখেন ২৫০ শয্যা বিশিষ্ট ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। জেনারেল হাসপাতালের শহীদ ডা: আব্দুল জব্বার মিলনায়তনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আহাদ আলী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শরিফুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ নজরুল ইসলাম, দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলালসহ কমিটির নেতৃবৃন্দ। 


বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর