২৫ জানুয়ারি, ২০২০ ২০:৫১

পাবনায় কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ১

পাবনা প্রতিনিধি

পাবনায় কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ১

পাবনার চাটমোহর উপজেলার শরৎগঞ্জ বাজার থেকে কোটি টাকা মুল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আজ শনিবার মূর্তি উদ্ধারের এ ঘটনা ঘটে।

র‌্যাব পাবনা ক্যাম্প জানায়, শনিবার বেলা আড়াইটার দিকে একটি চোরাকারবারী চক্র কষ্টি পাথরের মূর্তি পাচার করার উদ্দেশ্য চাটমোহর উপজেলার শরতগঞ্জ বাজারে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করে তার হেফাজত হতে প্রায় এক কোটি টাকার মূল্যের কষ্টি পাথরের মূর্তির একটি হাত উদ্ধার করে। 

গ্রেফতারকৃত ব্যক্তি হল চাটমোহর উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত নিহাজ সরকারের ছেলে মোঃ আব্দুল হালিম (৩৫)।  র‌্যাবের জিজ্ঞাসাবাদে সে আরও জানায় যে, সে কষ্টি পাথরের মূর্তির পাচার করার উদ্দেশ্য উক্ত স্থানে অবস্থান করছিল। এ ঘটনায় আসামির বিরুদ্ধে পাবনা জেলার চাটমোহর থানায় একটি মামলা হয়েছে। 


বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর