শিরোনাম
- চার দশকের মধ্যে টেক্সাসে এমন ভয়াবহ বন্যা প্রথম
- ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৬
- কালকিনিতে নিখোঁজের একদিন পর পাটক্ষেতে মিলল বৃদ্ধের মরদেহ
- ইউরোপে সর্বোচ্চ সংখ্যক শরণার্থী জার্মানিতে, ২৫ জনে একজন আশ্রয়প্রার্থী
- বাতিল হওয়া সৌর প্রকল্পগুলো পুনর্বিবেচনার আহ্বান বিদ্যুৎকেন্দ্র মালিকদের
- চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু
- সঞ্চয়পত্রের মুনাফা বাড়ালে কেউ ব্যাংকে টাকা রাখবে না : অর্থ উপদেষ্টা
- আর কত জীবন দেবে এ দেশের মানুষ বলে আক্ষেপ নজরুল ইসলামের
- শিবগঞ্জে ধারালো অস্ত্রের আঘাতে নারীর মৃত্যু
- ‘ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হলে চালের দাম নিয়ন্ত্রণে আসবে’
- জুলাই-আগস্টে শেখ হাসিনার মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর আশা প্রসিকিউসনের
- অবৈধদের লুকিয়ে রাখার অভিযোগে মালয়েশিয়ায় ১ হাজার নিয়োগকর্তা আটক
- কুয়েতে হজযাত্রীদের নিবন্ধনে লটারি ব্যবস্থা
- তুরস্কে বিরোধীদের বিরুদ্ধে ধরপাকড় অব্যাহত, তিন মেয়র গ্রেপ্তার
- সন্ত্রাসবাদের ঘটনা তদন্তে মালয়েশিয়াকে সহযোগিতা করবে বাংলাদেশ
- গাজায় নিজেদের ছোড়া গুলিতে নিহত ৩১ ইসরায়েলি সেনা
- সাবেক সিইসি শামসুল হুদার মৃত্যুতে ইসির শোক
- রাজশাহীতে মব সৃষ্টি করে লুটপাটের অভিযোগ
- রাজধানীতে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
- শুল্ক-কর জমা দিতে অনলাইনে চালু হলো ‘এ-চালান’ সেবা
হুমকিতে ফসলি জমি, ঘরবাড়ি ও রাস্তাঘাট
রায়পুরে বালু উত্তোলনের মহোৎসব!
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
অনলাইন ভার্সন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর ও দক্ষিণ চরবংশী ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা, ডাকাতিয়া ও সংযোগ খাল থেকে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব। গত কয়েকমাস যাবৎ শ্যালো মেশিনের ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী চক্র। এতে হুমকিতে পড়েছে নদীর তীরবর্তী উত্তর ও দক্ষিণ চরবংশী ইউনিয়নের আশ-পাশের গ্রামের শত শত বিঘা ফসলি জমি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান আর অসংখ্য ঘর-বাড়ী। অপর দিকে সরকার হারাচ্ছে মোটা অংকের রাজস্ব। এদিকে বালু উত্তোলন বন্ধ করতে ভুক্তভোগীরা সভা, সমাবেশ ও ইউনিয়ন ভূমি অফিসসহ উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেও রহস্যজনক কারণে বালু উত্তোলন বন্ধ হচ্ছে না। ফলে এবারের বর্ষায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন এলাকাবাসী।
সরেজমিনে দেখা যায়, উত্তর চরবংশী ইউনিয়নের চর ইন্দুরিয়া গ্রামের ২নং ওয়ার্ডের মেঘনা বাজারের পূর্ব পাশে এবং জালিয়ারচর গ্রামে মেঘনা নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে অসাধু বালু ব্যবসায়ী। এছাড়া চান্দারখাল, চরলক্ষী ও মোল্লারহাটসহ বিভিন্ন স্থানে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। এতে এরই মধ্যে নদীর তীর অব্যাহতভাবে ভাঙন দেখা দিয়েছে। ভুক্তভোগী আনোয়ার মাঝি, মো. হারুন ও হোসেন আহম্মদসহ বেশ কয়েকজন জানান, বালু উত্তোলন বন্ধ না হলে আগামী বর্ষায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় আমরা চরম আতঙ্কিত। সংশ্লিষ্ট দফতরে লিখিত অভিযোগ করেও কোনো সুরাহা হয়নি। বালু বন্ধে আমরা স্থায়ী সমাধান চাই।
উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন হাওলাদার ও দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ মিন্টু ফরায়েজী জানান, বালু উত্তোলনের ফলে ১২-১৫ টি গ্রামের মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে। ব্যাপক ক্ষতি হচ্ছে আবাদি ফসলের। কাঁচা সড়কগুলো ভেঙে এখন ট্রলি ছাড়া কোনো যানবাহন চলাচল করতে পারেন না। উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের অবহিত করা হলেও তারা রহস্যজনক কারণে নিরব রয়েছেন।
এদিকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চলছে। বালু উত্তোলনের কারণে বেশ কয়েকটি ড্রেজার মেশিন নষ্টসহ পুড়িয়ে ফেলা হয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/ফারজানা
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর