শিরোনাম
- পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া
- শাটডাউন : যুক্তরাষ্ট্রে এক দিনে ১৪০০ ফ্লাইট বাতিল
- প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি শুরু
- ইসলামিক সলিডারিটি গেমসে ভারোত্তোলনে ব্রোঞ্জ জয় বাংলাদেশের
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৯ নভেম্বর)
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
হুমকিতে ফসলি জমি, ঘরবাড়ি ও রাস্তাঘাট
রায়পুরে বালু উত্তোলনের মহোৎসব!
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
অনলাইন ভার্সন
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর ও দক্ষিণ চরবংশী ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা, ডাকাতিয়া ও সংযোগ খাল থেকে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব। গত কয়েকমাস যাবৎ শ্যালো মেশিনের ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী চক্র। এতে হুমকিতে পড়েছে নদীর তীরবর্তী উত্তর ও দক্ষিণ চরবংশী ইউনিয়নের আশ-পাশের গ্রামের শত শত বিঘা ফসলি জমি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান আর অসংখ্য ঘর-বাড়ী। অপর দিকে সরকার হারাচ্ছে মোটা অংকের রাজস্ব। এদিকে বালু উত্তোলন বন্ধ করতে ভুক্তভোগীরা সভা, সমাবেশ ও ইউনিয়ন ভূমি অফিসসহ উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেও রহস্যজনক কারণে বালু উত্তোলন বন্ধ হচ্ছে না। ফলে এবারের বর্ষায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন এলাকাবাসী।
সরেজমিনে দেখা যায়, উত্তর চরবংশী ইউনিয়নের চর ইন্দুরিয়া গ্রামের ২নং ওয়ার্ডের মেঘনা বাজারের পূর্ব পাশে এবং জালিয়ারচর গ্রামে মেঘনা নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে অসাধু বালু ব্যবসায়ী। এছাড়া চান্দারখাল, চরলক্ষী ও মোল্লারহাটসহ বিভিন্ন স্থানে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। এতে এরই মধ্যে নদীর তীর অব্যাহতভাবে ভাঙন দেখা দিয়েছে। ভুক্তভোগী আনোয়ার মাঝি, মো. হারুন ও হোসেন আহম্মদসহ বেশ কয়েকজন জানান, বালু উত্তোলন বন্ধ না হলে আগামী বর্ষায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় আমরা চরম আতঙ্কিত। সংশ্লিষ্ট দফতরে লিখিত অভিযোগ করেও কোনো সুরাহা হয়নি। বালু বন্ধে আমরা স্থায়ী সমাধান চাই।
উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন হাওলাদার ও দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ মিন্টু ফরায়েজী জানান, বালু উত্তোলনের ফলে ১২-১৫ টি গ্রামের মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে। ব্যাপক ক্ষতি হচ্ছে আবাদি ফসলের। কাঁচা সড়কগুলো ভেঙে এখন ট্রলি ছাড়া কোনো যানবাহন চলাচল করতে পারেন না। উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের অবহিত করা হলেও তারা রহস্যজনক কারণে নিরব রয়েছেন।
এদিকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চলছে। বালু উত্তোলনের কারণে বেশ কয়েকটি ড্রেজার মেশিন নষ্টসহ পুড়িয়ে ফেলা হয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/ফারজানা
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর