শিরোনাম
- মোংলায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
- হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বদলাবে গ্রুপ চ্যাটের ধরণ
- বাংলাদেশি সমর্থকরা শীলঙ্কার জয়ের অপেক্ষায় রয়েছে : শানাকা
- গাজায় ইসরায়েলি বর্বরতা, নিহত ছাড়াল ৬৫ হাজার
- বয়স্কদের সুষম খাদ্য
- কর্মক্ষেত্রে হেনস্থার জেরে আত্মহত্যা, ৯০ কোটি টাকা ক্ষতিপূরণ
- কঙ্গোতে ইবোলার নতুন প্রাদুর্ভাব, আতঙ্কে সাধারণ মানুষ
- পুঁজিবাজার: সূচকের ওঠানামায় চলছে লেনদেন
- ট্র্যাপিস্ট-ওয়ানই গ্রহ নিয়ে নতুন আশা জ্যোতির্বিজ্ঞানীদের
- ২০ কোটি বছরের পুরনো কোয়েলাক্যন্থ জীবাশ্ম শনাক্ত
- আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটের জয় ইংল্যান্ডের
- ওষুধের আগ্রাসী বিপণনে ভোক্তা অধিকার লঙ্ঘন
- রোনালদোকে ছাড়াই আল-নাসরের গোল উৎসব
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- অস্ট্রেলিয়া সিরিজে নেই স্যান্টনার, দায়িত্বে ব্রেসওয়েল
- নতুন অ্যালবামে প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন
- শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল
- কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন
- রাজধানীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত
- রাজধানী ঢাকায় আজ যেসব কর্মসূচি
হুমকিতে ফসলি জমি, ঘরবাড়ি ও রাস্তাঘাট
রায়পুরে বালু উত্তোলনের মহোৎসব!
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
অনলাইন ভার্সন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর ও দক্ষিণ চরবংশী ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা, ডাকাতিয়া ও সংযোগ খাল থেকে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব। গত কয়েকমাস যাবৎ শ্যালো মেশিনের ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী চক্র। এতে হুমকিতে পড়েছে নদীর তীরবর্তী উত্তর ও দক্ষিণ চরবংশী ইউনিয়নের আশ-পাশের গ্রামের শত শত বিঘা ফসলি জমি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান আর অসংখ্য ঘর-বাড়ী। অপর দিকে সরকার হারাচ্ছে মোটা অংকের রাজস্ব। এদিকে বালু উত্তোলন বন্ধ করতে ভুক্তভোগীরা সভা, সমাবেশ ও ইউনিয়ন ভূমি অফিসসহ উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেও রহস্যজনক কারণে বালু উত্তোলন বন্ধ হচ্ছে না। ফলে এবারের বর্ষায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন এলাকাবাসী।
সরেজমিনে দেখা যায়, উত্তর চরবংশী ইউনিয়নের চর ইন্দুরিয়া গ্রামের ২নং ওয়ার্ডের মেঘনা বাজারের পূর্ব পাশে এবং জালিয়ারচর গ্রামে মেঘনা নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে অসাধু বালু ব্যবসায়ী। এছাড়া চান্দারখাল, চরলক্ষী ও মোল্লারহাটসহ বিভিন্ন স্থানে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। এতে এরই মধ্যে নদীর তীর অব্যাহতভাবে ভাঙন দেখা দিয়েছে। ভুক্তভোগী আনোয়ার মাঝি, মো. হারুন ও হোসেন আহম্মদসহ বেশ কয়েকজন জানান, বালু উত্তোলন বন্ধ না হলে আগামী বর্ষায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় আমরা চরম আতঙ্কিত। সংশ্লিষ্ট দফতরে লিখিত অভিযোগ করেও কোনো সুরাহা হয়নি। বালু বন্ধে আমরা স্থায়ী সমাধান চাই।
উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন হাওলাদার ও দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ মিন্টু ফরায়েজী জানান, বালু উত্তোলনের ফলে ১২-১৫ টি গ্রামের মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে। ব্যাপক ক্ষতি হচ্ছে আবাদি ফসলের। কাঁচা সড়কগুলো ভেঙে এখন ট্রলি ছাড়া কোনো যানবাহন চলাচল করতে পারেন না। উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের অবহিত করা হলেও তারা রহস্যজনক কারণে নিরব রয়েছেন।
এদিকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চলছে। বালু উত্তোলনের কারণে বেশ কয়েকটি ড্রেজার মেশিন নষ্টসহ পুড়িয়ে ফেলা হয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/ফারজানা
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর