‘একটি গ্রাম, একটি গ্রন্থাগার’ এ প্রতিপাদ্য নিয়ে আজ মঙ্গলবার কিশোরগঞ্জের কটিয়াদীতে দীপশিখা গ্রন্থাগার আন্দোলনের বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
পাঠ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ, কটিয়াদী সরকারি কলেজে শিক্ষার্থীদের মাঝে বই পড়া প্রতিযোগিতা, আইডিয়াল স্কুলে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সিসান এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানে 'হাজী হাসেম-রেহেনা স্মৃতি গ্রন্থাগার' উদ্বোধন করা হয়।
দীপশিখা গ্রন্থাগার আন্দোলনের সমন্বয়ক বদরুল আলম নাঈমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব আইন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক আব্দুর রহমান রুমী, জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান আজিজুল হক সুমন, কটিয়াদী সাহিত্য সংসদের সভাপতি কবি মেরাজ রাহীম, ডা.আব্দুল মান্নান মহিলা কলেজের প্রভাষক দীপা বর্মন, কটিয়াদী সরকারি কলেজের প্রভাষক আশরাফুজ্জামান মুকুল, আকরাম হোসেন, কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোজাম্মেল হক, কটিয়াদী প্রেসক্লাবের সহ-সভাপতি রুহুল আমিন রাজু, সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন, আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক নূরুল হক, কবি বেবী মোস্তফা প্রমুখ।
বক্তারা বলেন, মুজিব বর্ষে দীপশিখা গ্রন্থাগার আন্দোলনের মাধ্যমে উপজেলার প্রতিটি গ্রামে গ্রন্থাগার গড়ে তোলা হবে। যার মাধ্যমে সাধারণ মানুষের মাঝে পাঠাভ্যাস ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে বই পড়া আন্দোলন গড়ে তোলা যাবে। যুব সমাজসহ সর্ব সাধারণকে বইমুখী করতে পারলেই সামাজ থেকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, কিশোর গ্যাংসহ সমাজের নানা অনিয়ম দুর্নীতির কড়াল গ্রাস থেকে মুক্ত করে বাংলাদেশকে একটি টেকসই উন্নত সমৃদ্ধশালী দেশ হিসাবে গড়ে তোলা সম্ভব হবে।
এ সময় উপস্থিত ছিলেন দীপশিখা গ্রন্থাগার আন্দোলনের কর্মী কবি আব্দুল্লাহ আল মামুন, আশিকুর রহমান শাওন, আমান উল্লাহ, হাসান মাহমুদ আতাউর, হাসিবুর রহমান বাধন, সাকিবুল হাসান সোহাগ, সীমান্ত পোদ্দার, নবজিৎ সাহা, মাসুদ রানা জয়, মো. রাকিব, নাসরিন সুলতানা প্রমুখ। দিবসটি উদযাপন উপলক্ষে ২০০ শিক্ষার্থীকে বই উপহার দেয়া হয়।
বিডি প্রতিদিন/ফারজানা