জামালপুরে বকশীগঞ্জ ও ইসলামপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। নিহতরা হলেন রফিক মিয়া (২২) এবং দেলু মিয়া (৩৫)। শুক্রবার সকালে জামালপুরের বকশীগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এলাকাবাসীরা জানায়, দুর্ঘটনার শিকার রফিক মিয়া ও অন্তর মিয়া বাড়ি থেকে মোটরসাইকেলে করে বকশীগঞ্জ যাচ্ছিলেন। পথে সূর্যনগর এলাকায় ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে তারা ছিটকে পড়েন। তাদের উদ্ধার করে বকশীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রফিক মিয়াকে মৃত ঘোষণা করে। আহত অন্তর মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত রফিক মিয়া দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের কাঠারবিল গ্রামের মঞ্জু মিয়ার ছেলে। আহত অন্তর মিয়া একই গ্রামের জলিল মিয়ার ছেলে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘাতক ট্রাকটিকে জব্দ করে থানায় আনা হয়েছে। কিন্তু চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।
অপরদিকে জামালপুরের ইসলামপুরে মোটরসাইকেল ও বাইসাইকেলের মধ্যে সংঘর্ষে দেলু মিয়া নামে ইটভাটার এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিন জন।
শুক্রবার দুপুরে উপজেলার ইসলামপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের মোসারফগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দেলু মিয়া দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের খরমা গ্রামের মৃত সামছুল মিয়ার ছেলে। গুরুতর আহতরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার উৎমারচর গ্রামের মফিজল হকের ছেলে সুন্দর আলী (৪০), আবুল হোসেনের ছেলে জামিল (২০) ও মোজাম্মেল হকের ছেলে সইদি (৩০)।
এলাকাবাসী জানায়, শুক্রবার দুপুরে ইসলামপুর উপজেলার একটি ইটভাটা থেকে কাজ শেষ করে দেলু ও সুন্দর আলী বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। অপরদিকে দেওয়ানগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে জামিল ও সইদি ইসলামপুর যাচ্ছিলেন। পথে মোসারফগঞ্জ এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষে চারজনই গুরুতর আহত হন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দেলু মিয়াকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনকেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/আল আমীন